তাড়াইলে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় দারুল কুরআনের ১৩ পুরস্কার
(৬ ফেব্রুয়ারি) সোমবার কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসা ও দারুল কুরআন মহিলা মাদরাসার শিক্ষার্থীরা ১৩টি পুরস্কার অর্জন করেছে।
উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শেষে তিনটি গ্রুপের প্রত্যেক বিষয়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুবনা শারমিন, উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা সুলতানা, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেয মাওলানা ফরিদ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আবদুর রাজ্জাক ও সাধারণ কেয়ারটেকার মো. নুরুল আলম।
এরমধ্যে দারুল কুরআন মাদরাসা ও দারুল কুরআন মহিলা মাদরাসা ১৩টি পুরস্কার অর্জন করে জেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। তারা হচ্ছে- ক্বেরাত খ গ্রুপে ১ম মোহাম্মাদ আলী তারিফ, ২য় আশরাফ আলী তামিম, ৩য় মো. রোহান। হামদ/নাত খ গ্রুপে ১ম বদর উদ্দিন মাহবুব। আযান খ গ্রুপে ১ম মো. রোহান, ২য় মোহাম্মাদ আলী তারিফ, ৩য় বদর উদ্দিন মাহবুব। ক্বেরাত ক গ্রুপে ২য় আসীকুল ইসলাম ফুয়াদ, ৩য় মহিউদ্দিন মারুফ। হামদ/নাত ক গ্রুপে ২য় ফাতিমাতুযযাহরা ৩য় রাফিয়া। আযান ক গ্রুপে ১ম মহিউদ্দিন মারুফ, ৩য় সুলাইমান সানী।