৩ মার্চ গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলার সম্মেলন
আজ ৭ ফেব্রুয়ারী ২০২৩ গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলা অফিসে সর্বস্তরের নেতা কর্মী সমর্থকদের উপস্থিতিতে হয়েছে “প্রথম চট্টগ্রাম জেলা সম্মেলন ২০২৩” এর প্রস্তুতি কমিটি ঘোষনা করা হয়েছে।
জানা যায়, আগামী ৩ মার্চ ২০২৩ শুক্রবার দুপুর ২.৩০টায় চট্টগ্রাম লালদিঘীর পূর্বপাড়, জেলা পরিষদ মার্কেট চত্ত্বরে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। হাসান মারুফ রুমীর সভাপত্ত্বিতে সম্মেলন উদ্বোধন করবেন বর্তমান সময়ের সোচ্চার জাতীয় নেতা জোনায়েদ সাকি।
প্রথম চট্টগ্রাম জেলা সম্মেলন ২০২৩ এর প্রস্তুতি কমিটির পরিচিতিঃ-
আহ্বায়ক হাসান মারুফ রুমী, যুগ্ম আহ্বায়ক অপূর্ব নাথ, মির্জা আবুল বশর, শহীদ শিমুল, মোজাফ্ফর মো: হারুন, সদস্য সচিব নাসির জসি, এ্যাড ফাহিম শরীফ,
সাংগঠনিক উপ কমিটির আহ্বায়ক ফরহাদ জামান, জনি সদস্য সচিব রাজেশ মহাজন,
অর্থ উপ কমিটি আহ্বায়ক: হাসান মুরাদ শাহ, সদস্য সচিব: মিন্টু বড়ুয়া,
প্রচার ও প্রকাশনা উপ কমিটি আহ্বায়ক: মিজানুর রহিম, বাবু সদস্য সচিব:সুজিত সাহা,
দলিল দস্তাবেজ ও দপ্তর উপ কমিটি আহ্বায়ক:জাহিদুল আলম আল জাহিদ, সদস্য সচিব: মানিক শাহাদাত ও রিপন মুসলিম,
ব্যবস্থাপনা উপ কমিটি আহ্বায়ক: মোরশেদুল আলম ও চিরন্তন ঘোষ, সদস্য সচিব: সাধন দত্ত ও সোহাগ ,
সাজ সজ্জা ও র্যালি উপ কমিটি আহ্বায়ক: শ্রীধাম কুমার শীল ও আরিফ উদ্দীন, সদস্য সচিব: আরিফুল হক আরিফ ও ইমন সৈয়দ,
সাংস্কৃতিক উপ কমিটি আহ্বায়ক:নুরুন্নেছা মুন্নি, সদস্য সচিব: রিপন বড়ুয়া,
আপ্যায়ন উপ কমিটি আহ্বায়ক: মোহাম্মদ ইসহাক, সদস্য সচিব: রতন সরকার,
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ কমিটি আহ্বায়ক: শওকত আলী, সদস্য সচিব: মারুফ হোসেন।