নারায়ণগঞ্জ পরিদর্শনে বেলজিয়ামের রানী

নারায়ণগঞ্জ পরিদর্শনে এসেছেন বেলজিয়ামের রানী মাথিল্ডে।

রাষ্ট্রীয় সফর হিসেবে সোমবার দুপুরে নারায়ণগঞ্জর ফতুল্লায় ফকির এ্যাপারেলস লি. কারখানা পরিদর্শন করেন। নারায়ণগঞ্জের ফকির নীট এ্যাপারেলস কারখানা পরিদর্শন উপলক্ষে প্রশাসন এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয় ।

জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য নিয়োজিত ১৭ জন অ্যাডভোকেটের একজন

বেলজিয়ামের রানী মাথিল্ডে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে এসেছেন।

রানি নারায়ণগঞ্জে ইউনিসেফের একটি স্কুল পরিদর্শন করেন। তিন দিনের সফরে রানি সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানিকে বহনকারী বিমান অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button