ত্বকী হত্যার ১১৯ মাস উপলক্ষে আগামীকাল আলোক প্রজ্বালন
প্রেস বিজ্ঞপ্তি: তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১১৯ মাস উপলক্ষে আগামীকাল ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৩ সালের ৬ মার্চ ত্বকীকে নৃশংস ভাবে হত্যা করা হয়। এর দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে ত্বকীর তার লাশ উদ্ধার করা হয়। এ হত্যার পর থেকে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট বিচারের দাবিতে প্রতিমাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে। সরকারের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার কারণে দীর্ঘ দশ বছরেও এ হত্যার বিচার হয়নি।