না.গঞ্জে রেস্তোরায় গুলিবর্ষণে নিহতের ঘটনায় আসামীরা দুই দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরাঁয় গুলিবর্ষণের ঘটনায় গ্রেফতার বাবা-ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. কাউসার আলম এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সকাল ১১টায় পুলিশ গ্রেফতারকৃত আঙ্গুরা শপিং কমপ্লেক্সের মালিক আজহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদারকে জিজ্ঞাসাবাদ করার জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠায়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আদাদুজ্জামান।

এর আগে, রোববার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের চাষাঢ়ায় আঙ্গুরা প্লাজায় সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁয় প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন এক নারীসহ পাঁচজন। এর মধ্যে রেস্তোরার ম্যানেজার কাজল ৬ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button