ভ্লাহোভিচের জোড়া গোলে জুভেন্টাসের বড় জয়

প্রায় চার মাস পর দলে ফিরেই জুভেন্টাসের জয়ে জোড়া গোল করেছেন সার্বিয়ান ফরোয়ার্ড ডুসান ভ্লাহোভিচ। তার গোলে মঙ্গলবার সিরি-এ লিগে সালেরনিতানার বিরুদ্ধে ৩-০ গোলের সহজ জয় নিশ্চিত করেছে তুরিনের জায়ান্টরা।
২৬ মিনিটে স্পট কিক থেকে ভ্লাহোভিচ গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধে তিনি আরো একটি গোল করেন। এই দুই গোলের মাছে ফিলিপ কোসটিচ বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুন করেছেন। এই জয়ে জুভেন্টাস টেবিলের ১০ম স্থানে উঠে আসলেও এখনো ইউরোপীয়ান পজিশন থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে আছে। গত মাসে ট্রান্সফার কার্যক্রমে অস্বচ্ছতার অভিযোগ প্রমানিত হওয়ায় জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নেয়া হয়। কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘ইউরোপীয়ান পজিশনের জন্য আমাদের সম্ভাব্য ৪০ পয়েন্টে পৌঁছাতে আরো ১৪ পয়েন্টের প্রয়োজন। এরপর দেখা যাবে কি করতে হবে। আশা করছি মৌসুম শেষে টেবিলের শীর্ষ দিকেই আমরা থাকতে পারবো।’
অক্টোবরের মাঝামঝিতে তোরিনোর বিরুদ্ধে শেষ মিনিটে সর্বশেষ গোল করেছিলেন ভ্লাহোভিচ। এরপর ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড ইনজুরির কারনে মাঠ থেকে ছিটকে যাবার আগে অক্টোবরে দুটি ম্যাচ খেলেছেন। পরবর্তীতে বিশ্বকাপের জন্য সার্বিয়া দলে যোগ দেন।
ইনজুরির কারনে লিনড্রো পারেডেস ও আরকাডিয়াস মিলিককে দলে না পাওয়ায় ভøাহোভিচের ফিরে আসাটা আলেগ্রির জন্য স্বস্তির ছিল। আগামী সপ্তাহে ইউরোপা লিগে নঁতের বিরুদ্ধে ম্যাচের আগে পল পগবাকে পাবার সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে। হাঁটুর ইনজুরির কারনে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন পগবা। রোববার সিরি-এ লিগে অন্যতম কঠিন ম্যাচে ফিওরেন্তিনার মোকাবেলা করবে জুভেন্টাস। সাবেক ক্লাবের বিরুদ্ধে ম্যাচের আগে ভ্লাহোভিচের গোলে ফেরায় পুরো জুভেন্টাসই আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। এ সম্পর্কে ভ্লাহোভিচ বলেছেন, ‘লিগে টানা তিন ম্যাচ পরে জয়ে ফেরাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সতীর্থ ও ম্যানেজারের সহযোগিতা ছাড়া একজন খেলোয়াড়ের ফর্মে ফেরাটা কঠিন।’
এদিকে শেষ নয় ম্যাচে মাত্র এক জয় ও ছয় পরাজয়ে রেলিগেশন জোন থেকে সাত পয়েন্ট উপরে উঠে টেবিলের ১৬তম স্থানে রয়েছে সালেরনিতানা।  কালকের ম্যাচে এ্যাঞ্জেল ডি মারিয়া ও মোয়েস কিনের শট দুটি পোস্টে না লাগলে সালেরনিতানা হয়তো আরো বড় ব্যবধানে হারতে পারতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button