পাকিস্তান আমলেও বিচার ব্যবস্থা এমন ধ্বংস হয় নাই: রফিউর রাব্বি

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় বিচারের দাবিতে আলোক প্রজ্জালন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। নারায়ণগঞ্জ আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানি সংকর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ।

এ সময় রফিউর রাব্বি বলেন, সরকার আমাদের দেশের বিচার ব্যবস্থাকে সম্পুর্ণ ধ্বংস করেছে। পাকিস্তানের শাসন আমলে এবং পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরেও বিচার ব্যবস্থা এমন ধ্বংস হয় নাই। আমরা যাদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য যুদ্ধ করেছি, সেই পাকিস্তানের বিচার ব্যবস্থাও এরকম অবস্থা হয় নাই। সেখানেও বিচার ব্যবস্থায় একটি স্বাধীনতা রয়েছে। কিন্তু আমাদের দেশের সরকার বিচার ব্যবস্থা সম্পুর্ণ ধ্বংশ করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রফিউর রাব্বি বলেন, আপনি বলেন ১৫ আগস্ট আপনার পরিবারকে হত্যা করার পর কেউ কোন টু শব্দ করে নাই। আরে আপনার আওয়ামী লীগ টু শব্দ করে নাই। আমরা প্রতিবাদ করেছি। আপনার গোয়েন্দা সংস্থার নথিতে খবর নিয়ে দেখেন। আমরা রাজপথে প্রতিবাদ করেছি। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ আমরা করেছি। আর আপনি কি করেছেন? আমাদের সন্তানদের বিচার বন্ধ করে রেখেছেন। ১৫ই আগস্টের ঘাতকদের সাথে আপনার পার্থক্য কোথায়। বিচার তারাও বন্ধ করে রেখেছিলো, বিচার আপনিও বন্ধ করে রেখেছেন।

তিনি আরও বলেন, আপনারা কিভাবে এতো মিথ্যা কথা বলেন। আপনাদের কি বুক কাপে না। জনগনকে এত বোকা কিভাবে মনে করেন। এতই যদি উন্নয়ন করে থাকেন, তাহলে একটা স্বচ্ছ নির্বাচন দিতে আপনাদের এত ভয় কেনো। আপনারা এত বলেন, যে জনগন আপনাদের পক্ষে আছে; তাহলে জনগনকে ভোটটা দিতে দেন। কেন মানুষের ভোটাধীকার ক্ষুন্ন করেছেন।

সমাবেশে বক্তারা ত্বকী সহ সাগর-রুনী, তনু ও নারায়ণগঞ্জের আশিক, চঞ্চল, মিঠু ও ভুলু হত্যার বিচার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button