কমলগঞ্জে দুর্গাবাড়ির নতুন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার সার্বজনীন দুগাবাড়ির নতুন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার বেলা ১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। মুন্সীবাজার সার্বজনীন দুগাবাড়ি পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি ডা: মতিলাল পালের সভাপতিত্বে ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার।
স্বাগত বক্তব্য রাখেন মুন্সীবাজার সার্বজনীন দুগাবাড়ি পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক পরিমল রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুন্সীবাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ পাল, মুন্সীবাজার সার্বজনীন দুগাবাড়ির মন্দির নির্মাণ কমিটির আহবায়ক দীপক কান্তি রায়, কৃষ্ণ কান্ত রায় প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, বর্তমান সরকার সকল ধর্মের সমঅধিকারে বিশ্বাসী। ধর্ম যার যার উৎসব সবার। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে নির্বিঘ্নে সকল ধর্মের লোকজন তাদের ধর্মানুষ্ঠান পালন করে আসছে। মুন্সীবাজার সার্বজনীন দুর্গাবাড়ির নতুন মন্দির নির্মাণে সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।