কমলগঞ্জে ১ টাকায় চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন ও হুইলচেয়ার প্রদান
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ১ টাকায় চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
১৪ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি মাটির ব্যাংকে ১ টাকা জমা দিয়ে চিকিৎসা গ্রহণের মাধ্যমে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও হীড বাংলাদেশ এর সহযোগিতায় তৃণমূলের মানুষের জন্য ১ টাকায় ডাক্তারের চিকিৎসা পরামর্শ সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, ইউপি চেয়ারম্যান আসিদ আলী, হীড বাংলাদেশের লিয়াজো অফিসার নূরে আলম সিদ্দীকী প্রমুখ।
উপজেলা বিভিন্ন ইউনিয়নের নির্ধারিত স্থানে সপ্তাহে ১ দিন ২ ঘন্টা করে সেবা প্রধান করবেন চিকিৎসকরা এবং স্বাস্থ্য সচেতনতা সেমিনার আয়োজন করা হবে। অনুষ্ঠান শেষে একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।