সিদ্ধিরগঞ্জে ২৭০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মুসলিমনগর আবাসিক এলাকায় ২ হাজার ৭০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মো. নোমানের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মুসলিমনগর আবাসিক এলাকায় প্রায় সাড়ে চার কিলোমিটার বিস্তৃত তিনটি পয়েন্ট থেকে অবৈধ ১ হাজার ১০০ পরিবারের ২ হাজার ৭০০ অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ পাইপ ও রাইজার।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কো. লিমিটেড নারায়ণগঞ্জের উপ ব্যবস্থাপক শাকিল মণ্ডল বলেন, অবৈধ সংযোগ প্রদানকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।