গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের দিনব্যাপী সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত
গতকাল ১৭/০২/২০২৩ গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ মহানগর কমিটির আয়োজিত দিনব্যাপী সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মুক্তি সংগ্রামের মহান নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ মুক্তি সংগ্রামের সকল শহীদদের স্মরন করে, সেই সাথে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত সকলের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানিয়ে কর্মাশালা কার্যক্রম শুরু করা হয়।
কর্মশালার প্রথম পর্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য ফিরোজ আহমেদ এবং নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস। শেষ পর্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি এবং নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন।
গণসংহতি আন্দোলনের, নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়ক নিয়ামুর রশীদ বিপ্লবের সভাপতিত্বে ও নির্বাহী সমন্বয়ক পপি রাণী সরকারের পরিচালনায় নারায়ণগঞ্জ দলীয় কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় নেতৃবৃন্দ জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে জনগণকে সংগঠিত করে গণঅভ্যুত্থান গড়ে তোলার আহ্বান জানান।