না’গঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন
নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সোমবার (২০ ফেব্রুয়ারী) দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ও-ই দিন ৬-৫৯ মাস বয়সী প্রায় ১ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করেছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় নগর ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ক্যাম্পেইনের আওতায় ৬-১১ মাস বয়সের ২১ হাজার ৭৪৩ শিশু এবং ১২-৫৯ মাস বয়সের ১ লাখ ৯ হাজার ৬৯৬ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রধান নির্বাহী বলেন- বাংলাদেশে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে প্রতি বছরের ন্যায় এবারও আগামীকাল ২০ ফেব্রুয়ারি সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে দেশব্যাপী ৬-১১ মাস বয়সী শিশুদের একটি নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৩৪০টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সের ২১ হাজার ৭৪৩ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১,০০,০০০ আই. ইউ.) এবং ১২-৫৯ মাস বয়সের ১ লাখ ৯ হাজার ৬৯৬ জন শিশুকে একটা লাল রংঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২,০০,০০০ আই. ইউ.) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও বলেন- ক্যাম্পেইন চলাকালীন সময়ে জনসাধারনের মাঝে বিভিন্ন স্বাস্থ্য ও পুষ্টি বার্তা প্রচার করা হবে। ভিটামিন ‘এ’ এর অপুষ্টিজনিত কারণে অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে। শুধুমাত্র তাই নয়, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। বাংলাদেশে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একভূত হয়ে বছরে দুইবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করে থাকে।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল অফিসার ডাঃ শেখ মোস্তফা আলী, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।