বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের শপথ গ্রহন অনুষ্ঠিত
বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন (রেজিঃ নং বি-১৬৬৫) কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিকী নির্বাচনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
(১৯ ফেব্রুয়ারী) রোববার বিকেলে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কার্যালয় ৪৯/৪, কোটবাড়ি মিরপুর, দারুসসালাম, ঢাকায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ১৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদিকুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী।
এ সময় শপথ গ্রহণ করেন বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সহ নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ।