বাংলাদেশ
মাতৃভাষা দিবসে প্রথম প্রহরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের শ্রদ্ধা নিবেদন
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসক শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর জেলা প্রশাসক উপস্থিত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্টজনদের সঙ্গে কুশল বিনিময় করেন।