মাতৃভাষা দিবসে অয়ন ওসমানের পক্ষে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের স্মরণে সাংসদ পুত্র অয়ন ওসমানের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ওই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদসহ নেতৃবৃন্দ।