না’গঞ্জে অমর ২১ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঐক্যবদ্ধ সমাজ গড়ি’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ নাসিক ৮নং ওয়ার্ডের এনায়েতনগর সমাজ কল্যাণ পরিষদে ইসলামিয়া চক্ষু হাসপাতালের আয়োজনে অমর ২১শে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐক্যবদ্ধ সমাজ গড়ি’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা এবং রোগীর প্রয়োজন অনুযায়ী চশমা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে ১২০ জনকে এ চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়।
চক্ষু চিকিৎসা সেবা প্রদানে কর্মরত ছিলেন- ঢাকা মেডিকেল কলেজ সার্জারী বিভাগ ও ইসলামিয়া চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ ব্রতা মুখার্জী (এমবিবিএস), (ডিইউ)।
ঐক্যবদ্ধ সমাজ গড়ি’র প্রতিষ্ঠাতা ও ৭১ বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক মোঃ আল-আমীন বলেন- আমার অনেক আগে থেকেই ইচ্ছে ছিল, আমি একজন মানুষ হিসেবে অন্য আরেকজন মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে চেষ্টা করবো। তারই ধারাবাহিকতায় ২০১০ থেকে হাঁটি হাঁটি পা পা করে ঐক্যবদ্ধ সমাজ গড়ি নামে একটি সামাজিক সংগঠনের মাধ্যমে কিছু করার চেষ্টা করে যাচ্ছি। এবং ইতিমধ্যে বেকারত্বের সমস্যা দূরের লক্ষ্যে একটি কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার চেষ্টা করছি। যেখানে রয়েছে ইলেকট্রিক, ইলেকট্রনিক ও কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা, উল্লেখ হাউস ওয়েরিং, টিভি, মোবাইল, ফ্রিজ, এসি, কম্পিউটার, টেইলারিং এবং সাংস্কৃতিক বিষয় শিক্ষা গ্রহণের সুব্যবস্থার চেষ্টা করে যাচ্ছেন।
এনায়েতনগর সমাজ কল্যাণ পরিষদের সার্বিক সহযোগিতায় এসময় আরও উপস্থিত ছিলেন- ঐক্যবদ্ধ সমাজ গড়ি’র উপদেষ্টা সমাজসেবক, খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সভাপতি ও ৭১ বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক নবী হোসেন স্বপন, এনায়েতনগর সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নূর হোসেন পাঠান, সাইফুল ইসলাম বিপলু, মামুন, শাহআলী, নিলয় ও আল আমিন প্রমূখ।