আন্দুলবাড়ীয়া নিশ্চিন্তপুর পূর্ব পাড়া যুব সমাজের উদ্যোগে বাৎসারিক কোরআন মাহফিল অনুষ্ঠিত
আন্দুলবাড়ীয়া প্রতিনিধিঃ আন্দুলবাড়ীয়া নিশ্চিন্তপুর পূর্ব পাড়া যুব সমাজের উদ্যোগে বাৎসরিক কোরআন মাহফিল অনুষ্ঠিত।
গত সোমবার সন্ধ্যায় নিশ্চিন্তপুর পূর্ব পাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা ও ইউপি সদস্য মাফিজুর রহমান মাফি। মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে পবিত্র কোরআন থেকে তাফসির করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন নির্বাহী কমিটির কেন্দ্রীয় সদস্য বিশিষ্ট ইসলামি আলোচক মাওঃ মনোয়ার হোসেন মমিন, ২য় বক্তা হিসাবে আলোচনা করেন জীবননগর উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওঃ আব্দুস সাত্তার সাহেব।
এছাড়াও উপস্থিত থেকে তেলাওয়াত করেন জর্ডানে বিশ্বজয়ী হাফেজ গাজী আব্দুল্লাহ। উক্ত কোরআন মাহফিল বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন আবু সাইদ, বোরহান উদ্দিন, মাওলানা তরিকুল, আল আমিন, বাপ্পি, মোহাম্মাদ,শাহিন, সেলিম, মাহাবুর,তরিকুল সহ আরও অনেকেই।