আড়াইহাজারে পুলিশ হাতে গুলিবিদ্ধ ডাকাত আটক
আড়াইহাজার উপজেলার লেঙ্গুরদী উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশ ও ডাকাত দলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩ টার দিকে এই ঘটনা ঘটে। এ সংঘর্ষে ডাকাত দলের এক সদস্য পুলিশের গুলিতে আহত হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
আহত ডাকাত উপজেলার ছোট ফাউসা এলাকার ইয়াকুব আলীর ছেলে মোহাম্মদ শামীম (২০)। বর্তমানে শামীম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে একদল ডাকাত বিশনন্দী গামী কয়েকটি ট্রাক ও সিএনজি থামিয়ে ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহন করছিল। এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে উক্ত ডাকাত দলের সদস্যরা পুলিশের গাড়ি থামিয়ে এলোপাতাড়ি ভাবে পুলিশকে লক্ষ করে ডাকাত দলের সদস্যের হাতে থাকা রাম দা দিয়ে আঘাত করার চেষ্টা করে। তাৎক্ষনিকভাবে আত্মরক্ষার্থে আড়াইহাজার থানার এ এস আই (নিরস্ত্র) হাবিবুর রহমান মাসুদ তার নামে ইস্যুকৃত ৭.৬২ পিস্তল হতে ১ রাউন্ড গুলি ফায়ার করলে ডাকাত দলের সদস্য শামীমের পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়। গুলি লাগার পরেও ডাকাত শামীম দৌড়ে কিছুদূর পালিয়ে যেতে থাকলে এ এসআই হাবিবুর রহমান ফোর্সসহ ধাওয়া করে আহত অবস্থায় তকে আটক করে। পরে পুলিশ আহত ডাকাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। এই ঘটনায় ৩ পুলিশ আহত হয়।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, আহত ডাকাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাছাড়াও বাকী ডাকাতদের গ্রেফতারের চেস্টা চলছে।