না’গঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালকের নেতৃত্বে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা
নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক গাজী মাহমুদুল হাসান’র নেতৃত্বে অমর ২১ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে নগরীর চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী উপ-পরিচালক রোকনুজ্জামান, সুপার সুশান্ত সাহা, একাউন্টেন্ট মোস্তফা কামাল, সহকারী মোঃ কামাল হোসেন, বাদল, গৌতম, শফিক, জাহিদ সহ অনান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।