মতামত

ইসলামিক শাসন নাকি ইসলামের শাসন! – শেখ মঈনুল আজাদ(রাজনৈতিক কর্মী)

শেখ মঈনুল আজাদ(রাজনৈতিক কর্মী):

ইসলামের শাসনের জন্য এখনও আমরা উপযুক্ত হই নাই। ইসলামি শাসনের নাম করে দুনিয়ার যত মুয়াবিয়া, ইয়াযিদ, মারওয়ান আর হাজ্জাজরা ক্ষমতায় আসবে। হাসানদের বিষ খাওয়াবে, হুসাইনদের শহীদ করবে, বায়তুল্লাহয় আগুন ধরাবে, মিনজানিকের গোলা ছুড়বে, গুম-খুনের ত্রাস চালাবে। আর এসবই করবে ইসলাম কায়েমের নাম করে, যেভাবে হাররার গণহত্যাকে মুসরিফ বিন উকবা নেক আমল ভেবে ইখলাসের সাথে করেছিল, হাজার হাজার সতী-সাধ্বী নারীর গর্ভে পিতৃপরিচয়হীন সন্তানের জন্মের কারণ হয়েছিল।

উপরুক্ত লেখা সিদি শেখ সাদী, (ইলমি ব্লগার) ভাইয়ের।

এমন ইসলামী শাসন নয় বরং আমরা ইসলামের শাসন চাই যেটার উপযুক্ত এখনো আমরা হতে পারিনি। উমাইয়াদের দুঃশাসন থেকে শুরু করে আয থক আমাদের সমাজে ইসলাম নাম দিয়ে যে ভয়ের বিজনেস চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার বিরুদ্ধে সৃজনশীলতার কলম চালানো এখন অত্যন্ত জরুরী।

যুগে যুগে এমন কিছু ধর্ম ব্যবসায়ী ছিলো যারা প্রতিনিয়ত ইসলামের সহজ জীবন বিধান কে নিজেদের মতো মনগড়া ফতোয়া বানিয়ে ইসলামকে কঠিন থেকে কঠিনতর ভাবে উপস্থাপন করে গিয়েছে, যার ধরন আমরা দূরে ঠেলে দেওয়া শিখেছি কেবল কাছে টানতে নয়!

সূফীদের জীবনি দেখলে আমরা স্পষ্ট দেখতে পায় যে, সূফীরা সমাজের গুরুত্বপূর্ণ কাজে নিজেদের সর্বক্ষণ সক্রিয় রেখেছেন। সমাজের সকল শ্রেণির মানুষকে ধর্ম /বর্ণ/ গোত্র নির্বিশেষে ভালোবাসার সবক দিয়েছেন। আর অপর দিকে কিছু সংখ্যক মোল্লা যারা ধর্মের লেবাস পড়ে প্রতিনিয়ত নিজেদের পেট পুড়েছেন! ইসলামিক রাষ্ট্র কায়েমের নামে চালিয়েছেন দুঃশাসন যা কখনো ইসলাম সমর্থন করে না।

প্রকৃত মুসলমান এর পরিচয় হলো ষোল আনা ধর্ম যার মাঝে বিদ্যমান! যার মাঝে ষোল আনা ধর্ম বিদ্যমান থাকবে সে কিভাবে অন্যকে অন্যায় ভাবে আঘাত করতে পারবে, সে কিভাবে সমাজে মানুষের অধিকার কেড়ে নিবে! এমন কোনো কিছুই ইসলাম সমর্থন করেনি কোনো কালে, বরং ধর্মের লেবাস পড়ে ধর্ম ব্যবসায়ীরা জুলুম করে যাচ্ছে প্রতিনিয়ত। ইসলাম শান্তির কথা বলে ইসলাম সংঘাত করে না আগ বাড়িয়ে! ইসলামকে পুরোপুরি জানুন, ধর্ম নিয়ে ব্যবসা ছাড়ুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button