নিরপেক্ষ নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল
চলমান দেশের আর্থ-সামাজিক, শিক্ষা ও রাজনৈতিক সংকট নিরসনে খেলাফত মজলিসের ৮ দফা দাবি বাস্তবায়নে খেলাফত মজলিসের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।
২৫ ফেব্রুয়ারি,২০২৩ইং শনিবার, বাদ আছর খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে ডিআইটি মসজিদ পর্যন্ত এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ, আলেমদের মুক্তি ও অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন দেওয়া সহ খেলাফত মজলিস ঘোষিত আট দফা মেনে নেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও মহানগর মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেকের নেতৃত্বে উক্ত মিছিলে অংশগ্রহণ করেন সংগঠনের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি এবিএম সিরাজুল মামুন, জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মাওলানা আহমদ আলী, মহানগর সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহ-সাধারণ হাফেজ কবির হোসাইন, নুর মোহাম্মদ খান, হানিফ কবির বাবুল, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী আব্বাস সিকদার, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, মহানগর ছাত্র মজলিসের সভাপতি শরীফ মাহমুদ, প্রমুখ।