সিদ্ধিরগঞ্জে গোদনাইল চৌধুরীবাড়ীতে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী ও মসজিদ কমিটির উদ্যোগে পঞ্চম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  গোদনাইল চৌধুরী বাড়ী বাইতুল মামুর জামে মসজিদ ও আর্দশ বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে শুক্রবার এ তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

বাইতুল মা’মুর জামে মসজিদের সভাপতি মো রুহুল আমিন বেপারীর সভাপতিত্বে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি আলহাজ্ব রিয়াজ উদ্দিন রেনু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ শিকদার বাড়ী জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন সভাপতি, ক্বারীমিয়া আদর্শ মহিলা মাদ্রাসা  হযরত মাওলানা মাসুম বিল্লাহ,  খতিব চৌধুরীবাড়ী বাসষ্ট্যান্ড জামে মসজিদ হযরত মাওলানা আবদুর রহিম,  ইমাম ও খতিব জান্নাতুল বাকী জামে মসজিদ হযরত মাওলানা শফিকুল রহমান, মুহতামিম জামিয়া আরাবিয়া ভুইঁয়াপাড়া মাদ্রাসা হাফেজ মাওলানা মুফতি নেয়ামাতুল্লাহ,  মুহতামিম আরামবাগ কওমী মাদ্রাসা হাফেজ মাওলানা মুফতি আশরাফ আলী,  ইমাম ও খতিব গোদনাইল বাজার জামে মসজিদ হযরত মাওলানা মুফতি আল আমিন সাইফী। 

তাফসীরুল কুরআন মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ইফতেখার আলম খোকন সার্বিক সহযোগিতায় ছিলেন ৭১ বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এর সম্পাদক ও ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড সংলগ্ন আজিজ সুপার মার্কেটের পরিচালক হাজী মোঃ নবী হোসেন স্বপন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button