ভৈরবে খেলাফত মজলিসের উপজেলা ও পৌর কমিটি গঠন
(২৬ ফেব্রুয়ারি) রোববার বিকেলে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশন শহরের নিউটন ইসলাহুল উম্মাহ মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শাখার সভাপতি হাফেয মাওলানা মাসুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেয মাওলানা শফিকুল ইসলাম রিয়াজীর পরিচালনায় অনুষ্ঠিত শুরার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি শায়খুল হাদিস মাওলানা আবদুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ্ ও সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাহেল।
উপস্থিত শুরার সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৩-২৪ সেশনের জন্য মাওলানা সাইফুল ইসলাম সাহেলকে সভাপতি ও হাফেয মাওলানা শফিকুল ইসলাম রিয়াজীকে সাধারণ সম্পাদক করে ভৈরব উপজেলা খেলাফত মজলিসের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন এবং হাফেয মাওলানা মাসুদুল হাসানকে সভাপতি ও মোহসিন মিয়াকে সাধারণ সম্পাদক করে ভৈরব পৌরসভা খেলাফত মজলিসের ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।