আড়াইহাজারে ২০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে র্যাব-১১
আড়াইহাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক যুবককে আটক করেছে র্যাব-১১। তাদের দাবি আটককৃত যুবক মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরীঘাটে চেকপোষ্ট স্থাপন করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৯ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয় বলে জানায় র্যাব।
আটককৃত যুবকের নাম মো. দ্বীন ইসলাম (২৪)। সে ব্রাহ্মণবাড়িয়া কসবা লতুয়ামোড়া এলাকার ফারুক মিয়ার ছেলে।
র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়, মো. দ্বীন ইসলাম যুবককে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে প্রাইভেটকারের মধ্যে বিশেষ কৌশলে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়েছে।