বিশেষ সংবাদ

মোবাইল চোর চক্রের মূলহোতাসহ ২৫জনকে আটক করেছে র‌্যাব-৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ এবং রাজধানীর শাহবাগ, খিলগাঁও, যাত্রাবাড়ী, আশুলিয়া, কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোবাইল চোরাকারবারি চক্রের মূলহোতা মো. রবিসহ (৪৮) ২৫ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। সোমবার (২৭ ফেব্রুয়ারি) ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩৫৫টি চোরাই ও ছিনতাইকৃত মোবাইল ফোন এবং ৫১টি মোবাইলের চার্জার জব্দ করা হয়েছে।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, দীর্ঘদিন ধরে আটকরা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চোরাই ও ছিনতাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছেন। আর এসব মোবাইল চলে যাচ্ছে বিভিন্ন অপরাধী চক্রের সদস্যদের হাতে। যেসব নানা অপরাধ কার্যক্রমে ব্যবহার হতো।

আটকদের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button