বাংলাদেশ
নারায়ণগঞ্জ জেলা সমিতির আয়োজনে ভারত-বাংলাদেশ সেরা ১০ আবৃত্তির পুরস্কার বিতরণ
ভারত-বাংলাদেশ জাতীয় সাহিত্য উৎসব-২০২৩ বিজয়ী সেরা ১০ জনকে ৭ মার্চ মন্ত্রণালয়ে নারায়ণগঞ্জ সমিতির সভাপতি মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এমপি, আহবায়ক কবি ও কথা সাহিত্যিক আবু হানিফ হৃদয়, সদস্য সচিব কলামিস্ট মীর আব্দুল আলীম পুরস্কার তুলে দিবেন।
১। মীর আকরাম উদ্দীন আহম্মদ (১ম) বাংলাদেশ
২। বুলু রায় (২য়) ভারত
৩। সিফাত সালাম (৩য়) বাংলাদেশ
৪। সুমিত পয়ড়্যা (৪র্থ) ভারত
৫। ডা. শাকিলা নোভা (৫ম) বাংলাদেশ
৬। রূম্পা দে (৬ষ্ঠ) ভারত
৭। দিলিপ কুমার প্রমাণিক (৭ম) ভারত
৮। অধ্যাপক ডাঃ আসলাম হোসেন (৮ম) বাংলাদেশ
৯। তাপুসী সিংহ (৯ম) ভারত
১০। নন্দিনী লাহা (১০ম) ভারত
নারায়ণগঞ্জ জেলা সমিতি কর্তৃক আয়োজিত ২২ ও ২৩ ফেব্রুয়ারি ভারত-বাংলাদেশ জাতীয় সাহিত্য উৎসব প্রতি বছর পালন করা হবে বলে সিদ্ধান্ত হয়। কবি সাহিত্যিকদের একটু রাজকীয় পরিবেশে প্রতিভার বিকাশ ঘটাতে সারাদেশ থেকে আগতদের নিয়ে প্রতিবছর বিশাল আকারে এই আয়োজন করা হবে। তারই ধারাবাহিকতায় ২২ ফেব্রুয়ারি, ২০২৩ জাতীয় প্রেসক্লাবে দিনব্যাপী দু’ বাংলার ৫শতাধিক কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে কবিতা, আবৃত্তি, ছড়া, পূঁথি, গল্প প্রভৃতি বিষয়ে পাঠ হয়। দিনব্যাপী আয়োজনে বিচারকরা ২৩ ফেব্রুয়ারি সেরা ১০জনকে রেকর্ড দেখে নির্বাচিত করেন। এরই মধ্যে উদ্বোধনী পর্বে ১০ম স্থান অর্জনকারীকে নারায়ণগঞ্জ জেলা সমিতির নামে নগদ ১০ হাজার টাকা ও সম্মাননা তুলেদেন সমিতির সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক এস.এম রেজাউল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি এসময় উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যদেন অনুষ্ঠানের আহবায়ক আবু হানিফ হৃদয়, যুগ্ম আহবায়ক দিলীপ রায় (ভারত) সদস্য সচিব মীর আব্দুল আলীম, পার্থসারথি ঝা (ভারত), ড. রামপ্রসাদ বিশ্বাস (ভারত)। দ্বিতীয় পর্বে আলোচনায় অংশগ্রহণ করেন একুশে পদকপ্রাপ্ত অসীম সাহা, একুশে পদকপ্রাপ্ত সাহিদা বেগম, একুশে পদকপ্রাপ্ত আসলাম সানী, কলামিস্ট এডভোকেট তৈমূর আলম খন্দকার ও জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, সঞ্চলনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেবউননেছা।