গোলাপের অসুখ – তাহমিদুল ইসলাম তামিম
কবিতা: গোলাপের অসুখ
লেখক: তাহমিদুল ইসলাম তামিম
তোমার পাঠানো শেষ চিঠিতে
তোমার স্বাক্ষরের নিচে পৃষ্ঠা ভেজা দাগ ছিলো।
চিঠির সাথে স্কচটেপ লাগানো গোলাপে
কাঁটা ভাঙার চিহ্নে রক্তের দাগ ছিলো।
তোমার পাঠানো চিঠির প্রতিটা অক্ষর
আঁকাবাঁকা, কাঁপা ভাব দিচ্ছিলো।
তোমার লেখা অর্ধ পৃষ্ঠার চিঠিতে
তোমার ভালো থাকার সারমর্ম ছিলো।
যা বিশ্বাস হয়নি তোমার কাঁপা লেখা দেখে।
তুমি ছুঁয়েছো পদ্ম
যেখানে ছুঁতে চাইলে কৃষ্ণচুড়া।
আমি রচনা করেছি গদ্য,
আদতে করতে চেয়েছি কবিতা-ছড়া৷
আমরা কিসে বাঁধা? সমাজে?
আমরা পিছলে গিয়ে দেখি শুকনো কাদা
আর গোলকধাঁধা মগজে।