বাংলাদেশ

নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী ত্বকীর মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ

নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকীর দশম মৃত্যুবার্ষিকীতে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন নারায়ণগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সোমবার (৬ মার্চ) সকালে বন্দর উপজেলার পুরাতন বন্দর এলাকায় সিরাজ শাহের আস্তানায় ত্বকীর কবরে মেয়র আইভীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদল আলী রেজা উজ্জ্বল।

এছাড়াও নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ত্বকীর আত্মার মাগফেরাত কামনায় দোয়ায় অংশগ্রহণ নেন।

ত্বকীর কবরে ফুল দিয়ে অন্যান্যের মধ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ভবানী শংকর রায়, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হিমাংশু সাহা, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের পক্ষে আবু নাইম খান বিপ্লব, ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সালের এই দিনে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে ত্বকীকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়। পরে রাতেই তার লাশ নগরের কালিবাজার চারারগোপ খালে ফেলে দেয়া হয়। এর দু’দিন পর ৮ মার্চ ওই খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। মামলার প্রায় ১০ বছর পেরিয়ে গেলেও এখনো আদালতে চার্জশীট জমা দেয়নি মামলাটির তদন্তকারী সংস্থা র‌্যাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button