নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সম্মেলন স্থগিত

অবশেষে আগামী ১১ই মার্চ নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে। শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি নুর কুতুব আলম মান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলা শাখার সম্ভাব্য সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তি ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে পরবর্তী কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলা শাখায় প্রদত্ত সম্মেলন স্থগিত রাখা হলো।

জানা গেছে, আগামী ১১ই মার্চ সিদ্ধিরগঞ্জের গোদনাইলে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সম্মেলনের আয়োজন করা হয়েছিলো। যেখানে স্থানীয় সংসদ সদস্যসহ শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত থাকার কথা ছিলো।

এদিকে, রবিবার (৫ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সম্মেলন প্রস্তত কমিটি এবং ওই কমিটি দ্বারা আয়োজিত সম্মেলনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সাবেক জেলা শ্রমিক লীগের একাংশ। তবে, ওই অভিযোগকে সম্পুর্ণ ভিত্তিহীন ও সম্মেলনকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা বলে জানায় জেলা শ্রমিক লীগের সম্মেলন প্রস্তত কমিটির আহ্বায়ক আব্দুল কাদির। পাশাপাশি নারায়ণগঞ্জ শ্রমিক লীগের একটি অংশ কোন এক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button