টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়
ইংল্যান্ডের ১৫৬ রানের জবাব দিতে নেমে শুরুতে দাপুটে রান তুললেন রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত। পরে অভিষিক্ত তৌহিদ হৃদয় রানের গতি বাড়িয়েছেন। তারপর অধিনায়ক সাকিব আল হাসান দায়িত্বশীল এক ইনিংস খেলে স্মরণীয় জয় এনে দিলেন বাংলাদেশকে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
চট্টগ্রামে তিন দিনের ব্যবধানে ইংল্যান্ডকে দু’বার হারাল বাংলাদেশ। তিন দিন আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে ইংলিশদের হারিয়েছিল স্বাগতিকরা। আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও এলো দাপুটে জয়।
বিপিএলে পারফর্ম করে অনেকদিন পর দলে ফেরা রনি তালুকদার শুরু থেকেই শট খেলেছেন। আদিল রশিদের অসাধারণ এক ডেলিভারিতে ইনিংসটা লম্বা করতে না পারলেও তার ব্যাটে ভালো সূচনা পেয়েছে বাংলাদেশ। দলীয় ৩৩ রানের মাথায় ১৪ বলে ৪টি চারের সাহায্যে ২১ রান করে ফিরেছেন রনি। খানিক বাদে অপর ওপেনার লিটন দাসও ফিরেছেন জোফরা আর্চারের বাউন্সারে। ১০ বলে ১২ রান করে ফিরেছেন লিটন।