কমলগঞ্জে মহারাজ গম্ভীর সিং মেমোরিয়াল এন্ড রিসার্চ সেন্টারের পরিচালনা পর্ষদ গঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মহারাজ গম্ভীর সিং মেমোরিয়াল এন্ড রিসার্চ সেন্টারের পরিচালনা পর্ষদের নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে।

এ পর্ষদে উক্ত মেমোরিয়াল এন্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা স্বগীর্য় এইচ ফাল্গুনী সিংহ এর ছেলে নৃপেন্দ্র সিংহকে সভাপতি ও ওইনাম পামহৈবা সিংহকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলীয়া গ্রামে মহারাজ গম্ভীর সিং মেমোরিয়াল এন্ড রিসার্চ সেন্টার সংলগ্ন শ্রী শ্রী রাধামাধব মন্দির প্রাঙ্গণে এক সভায় এই নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। পর্ষদের অন্যান্য দায়িত্বে রয়েছেন সহ-সভাপতি সুশীল সিংহ, কোষাধ্যক্ষ রানা বাবু সিংহ, প্রচার সম্পাদক রাজকুমার সোমেন্দ্র সিংহ, সহ-প্রচার সম্পাদক রবেন সিংহ, সাংগঠনিক সম্পাদক সমরজিত সিংহ, সদস্য সচিব প্রদীপ সিংহ, মাংলেন সিংহ, চন্দ্রবাবু সিংহ, মণিভদ্র সিংহ, আলীনগর ইউপি সদস্য সত্যজিত সিংহ, নীলবাবু সিংহ, দ্বীপন সিংহ (মঙ্গলপুর), নিলমনি সিংহ, রাজ সিংহ, বামচা সিংহ, অভিজিৎ সিংহ, দ্বীপন সিংহ, দ্বীপ সিংহ, সুমন সিংহ, রনি সিংহ ও কুঞ্জ কিশর সিংহ।

এছাড়া শ্রী নিরঞ্জন সিংহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহারাজ গম্ভীর সিং মেমোরিয়াল এন্ড রিসার্চ সেন্টারটি মণিপুরী জনগোষ্ঠীর কৃষ্টি, সাংস্কৃতিক ঐতিহ্য ও আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে কাজ করবে। উল্লেখ্য, মহারাজ গম্ভীর সিং মেমোরিয়াল এন্ড রিসার্চ সেন্টার ২০১৫ সালের ৯ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *