শ্রীলঙ্কার মতো আওয়ামীলীগ সরকারকেও দেশ ছেড়ে পালাতে হবে: এড. সাখাওয়াত
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, বর্তমান সরকার সকল ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিএনপি বিভিন্ন অধিকার আদায়ে ১০ দফাতে যে কর্মসূচি পালন করছে, সেগুলো শান্তিপূর্ণভাবে পালন করছে। কিন্তু সরকার এই দেশকে একটি অশান্ত রাষ্ট্রে পরিনত করতে চায়। শান্তি সমাবেশের নামে দেশকে অশান্ত করার কর্মসূচি দেয়, এতেই বুঝা যায় সরকার পানি ঘোলা করে। বিএনপি ও এই দেশের জনগণ সরকারের কোন পাতা ফাঁদেই পা দিবে না। আমরা চাই আমাদের দশ দফা দাবি সরকার মেনে নেক। কিন্তু এই দাবি দেয়ার পরই সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে।
শনিবার (১১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সামনে ১০ দফা দাবি আদায়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আজকে সরকার ভীত হয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাদের দশ দফার মধ্যে জনগণের ভোটের অধিকার আছে। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে না দেয়া পর্যন্ত ঘরে ফিরে যাবোনা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও নারায়ণগঞ্জের মানুষ ঘরে ফিরে যাবে না। অবিলম্বে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কমাতে হবে। নয়তো যে প্রতিশ্রুতি দিয়ে নিশি রাতে ভোট দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। এই দেশের মানুষ আপনাদের টেনে হিচড়ে তাদের জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। শেখ হাসিনাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা ছেড়ে অবিলম্বে বিদায় নেন। নয়তো শ্রীলঙ্কার মতো আপনাদেরও দেশ ছেড়ে পালাতে হবে, এর আগেই আপনারা চলে যান।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও আবু আল ইউসুফ টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা। এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, রহিমা শরিফ ময়া, বন্দর থানা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব রানা, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব আনোয়ার হোসেন, মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।