ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-২০ সিরিজ জয়

অসাধারণ বোলিংয়ে বোলাররা ক্ষেত্রটা গুছিয়েই রেখেছিলেন। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ইংল্যান্ডকে ১১৭ রানেই গুটিয়ে দিয়েছিল বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট। শেষ দিকে টপাটপ উইকেট হারিয়ে বিপদে পড়লেও বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর এই সুযোগটা শেষ পর্যন্ত হাতছাড়া করেনি বাংলাদেশের ব্যাটিং লাইনআপও।

এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সিরিজ জয় নিশ্চিত হলো বাংলাদেশের। সিরিজের প্রথম দুই ম্যাচ জেতা বাংলাদেশ এখন ২-০ তে এগিয়ে। টি-টোয়েন্টি সংস্করণে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এটা প্রথম সিরিজ জয়। এই সিরিজের আগে ইংলিশদের বিপক্ষে মাত্র একটা টি-টোয়েন্টি জিতেছিল টাইগাররা। এই সিরিজে পরপর দুই ম্যাচ জিতে ইংলিশদের সিরিজ হারিয়ে দিল বাংলাদেশ।

রোববার (১২ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটাররা অবশ্য ধুঁকল। ১১৭ রানের জবাব দিতে নেমে ২৭ রানে দুই ওপেনারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার দুজনেই ফেরেন ৯ রান করে।

তারপর বল হাতে দুর্দান্ত মেহেদি হাসান মিরাজ আছেন ক্রিজে। দুর্দান্ত ব্যাটিংও করেছেন মিরাজ। অবশ্য ইনিংসটা বড় করতে পারেননি। মঈন আলী ও আদিল রশিদকে দুটি বড় ছক্কা হাঁকানো মিরাজ ১৬ বলে ২০ রান করে ফিরেছেন। তারপর বেশ ভালোই চাপে পড়ে যায় বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button