নেইমারের পায়ে সফল অস্ত্রোপচার
গোড়ালির চোটে নেইমারের মৌসুম শেষ। গত সপ্তাহে এই খবর নিশ্চিত করেছিল তার ক্লাব পিএসজি। চোটমুক্ত হতে আবারও শল্যবিদের ছুরি-কাঁচির নিচে যেতে হলো ব্রাজিলীয় ফরোয়ার্ডকে।
শুক্রবার কাতারের দোহার একটি হাসপাতালে নেইমারের ডান পায়ের গোড়ালিতে সফল অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারে নেতৃত্ব দেন বিখ্যাত ব্রিটিশ শল্যবিদ জেমস কালডার।
অস্ত্রোপচার সফল হলেও অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। চোটপ্রবণ ব্রাজিলীয় তারকাকে মৌসুম শেষে বিক্রি করে দিতে পারে পিএসজি। সেক্ষেত্রে পিএসজির জার্সিতে হয়তো আর মাঠে ফেরা হবে না তার।