ফতুল্লার মাসদাইরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, মা-ছেলে দগ্ধ
ফতুল্লার মাসদাইর এলাকায় খন্দকার ম্যানশন নামে একটি ভবনের ৬ তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক নারী ও তার সন্তান দগ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
দগ্ধরা হলেন- কুলসুম বেদম (২৫) ও তার ৩ বছরের ছেলে খালিদ। তাদের দুজনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট এ নেয়া হয়েছে।
রোববার (১২ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রনে আনতে মন্ডলপাড়া ও ফতুল্লা স্টেশনের ৬টি ইউনিট কাজ করেছে বলে জানা গেছে।
বাড়ির ম্যানেজার মো. মামুনুর রশিদ বলেন, সন্ধ্যা ৬টার দিকে বিল্ডিং এর নিচেই বসা ছিলাম। হটাৎ বিকট শব্দ শুনতে পাই। বাড়ির পাশ দিয়ে দেখি ৬ তলায় আগুন জ্বলছে। পরে আশেপাশের মানুষ এসে আগুন নিয়ন্ত্রনে আনি। পরে ফায়ার সার্ভিস আসে।
এদিকে, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, ঘটনাস্থলে আমাদের মোট ৬টি ইউনিট কাজ করেছে। গ্যাস লিকেজ থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।