দুর্দান্ত বোলিংয়ে বাংলাওয়াশের শিকার বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে বাংলাদেশের ১৫৮ রানের জবাব দিতে নেমে ইংল্যান্ড বেশ ভালোই এগুচ্ছিল। একটা সময় ৪২ বলে ৫৯ রান লাগত সফরকারীদের, হাতে তখন ৯ উইকেট। দারুণ ব্যাটিং করছিলেন জস ব্যাটলার। তবে শেষ দিকে দুর্দান্ত বোলিংয়ে ইংলিশদের কুপকাত করেছে বাংলাদেশ। অসাধারণ বোলিং পারফরম্যান্সে ইংল্যান্ডকে শেষ পর্যন্ত ১৬ রানে হারিয়েছেন টাইগাররা।
১৫৮ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে ইংল্যান্ডকে ১৪২ রানেই আটকে রেখেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচও জিতেছিল সাকিব আল হাসানের দল। অর্থাৎ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
এই সিরিজের আগে ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের কোনো জয়ই ছিল না। সেখানে এই সিরিজে টানা তিন ম্যাচে মিলল তিন জয়।