শীতলক্ষ্যা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শীতলক্ষ্যা নদীতে চলাচলরত ৬টি নৌযানকে ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। সোমবার (১৩ মার্চ) জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা, সাধারণ শাখা, ব্যবসা বাণিজ্য শাখা) ফারাশিদ বিন এনামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালিত হয়।
এ সময় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের নৌ নিট্রা বিভাগের উপ পরিচালক বাবু লাল বৈদ্যসহ বিআইডব্লিউটিএর পরিদর্শক ও নৌ পুলিশের একজন কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের নৌ নিট্রা বিভাগের উপ পরিচালক বাবু লাল বৈদ্য জানান, সোমবার ১৩ মার্চ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীতে নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর আলোকে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোট সাতটি নৌযান পরিদর্শনে ছয়টি নৌযানের বিরুদ্ধে জরিমানা বাবদ এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি নৌযানে কোনো ত্রুটি পাওয়া না গেলে সেটিকে ছেড়ে দেওয়া হয়।