নারায়ণগঞ্জ শ্রম দপ্তরে দুদকের অভিযান, প্রধান সহকারীর বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জ বিভাগীয় শ্রম দপ্তরের প্রধান সহকারী হারুন অর-রশিদ’র বিরুদ্ধে শ্রমিকদের জন্য সরকারি অনুদানের টাকা না দিয়ে জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে উঠেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ মার্চ) জেলা দুর্নীতি দমন কমিশন ৩ সদস্যের সমন্বয়ে গঠিত টিম একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন।
তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিতে করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) ডেপুটি কমিশনার মনিরুল হাসান রওশন।
তিনি জানান, নারায়ণগঞ্জ বিভাগীয় শ্রম দপ্তরের প্রধান সহকারী হারুন অর-রশিদ’র বিরুদ্ধে শ্রমিকদের জন্য সরকারি অনুদানের টাকা না দিয়ে সেটি আত্মসাতের অভিযোগে পেয়ে, আমরা আমাদের টিম নিয়ে একটি এনফোর্সমেন্ট অভিযান চালাই। পরে পরিচালককে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে এনফোর্সমেন্ট টিমের কাছে প্রতীয়মান হয়েছে।
মনিরুল হাসান রওশন বলেন, আমরা সমস্ত অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র গুলো আমাদের হেড অফিসে প্রেরণ করে অনুসন্ধানের জন্য আবেদন করবো। হেড অফিস থেকে অনুমতি পেলেই আমাদের টিম তাৎক্ষণিক অনুসন্ধান শুরু করে দিবো।