দখল ও দূষণমুক্ত নদীর দাবিতে বন্দরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ব্রহ্মপুত্র নদসহ সারাদেশে নদী দখল ও দূষণ রোধ করে নদী বাঁচান, দেশ বাঁচান এই শ্লোগান নিয়ে মঙ্গলবার (১৪ই মার্চ) প্রতিবাদ সভা করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সকালে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদের পাড়ে রাজঘাটে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত এ প্রতিবাদ সভায় সংগঠনের কর্মী ও শিকক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান মোঃ মান্নান ভূইয়া। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান, পরিচালক আঃ বাতেন সরকার, সোসাইটির বন্দর শাখার সাধারণ সম্পাদক গাজী শাহ আলম, বটমূল ফাউন্ডেশনের সভাপতি, হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হোসেন, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলি সহ আরো সাধারণ মানুষ।