কমলগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিশুদ্ধ খাবার সরবরাহ নিশ্চিতকল্পে মতবিনিময় সভা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিশুদ্ধ খাবার সরবরাহ নিশ্চিতকল্পে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে।
বুধবার (১৫ মার্চ ) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক প্রমুখ।
এছাড়া সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।