ছাত্রদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আলোচনা সভা
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ‘বর্তমান সময়ে ছাত্রদের দায়িত্ব ও কর্তব্য’ প্রসঙ্গে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টায় ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের ছাত্রদের মৌলিক অধিকার নিয়ে বিভিন্ন গঠন মূলক আলোচনা করা হয়। আলোচকরা বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিংবা আমাদের পাঠ্যপুস্তক কোথাও নিরপেক্ষ ইতিহাসের শিক্ষার অবকাশ নাই। ক্ষমতার হাত বদলের সাথে আমাদের বই—পত্র এবং ইতিহাসের বদল ঘটে। লাখো মানুষের আত্মত্যাগের মধ্য যেই বাংলাদেশের স্বাধীনতা অর্জন হলো সেই দেশে আজকে শিশু বয়স থেকে পড়তে হয় ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশকে আজকে একব্যাক্তির দেশে রুপান্তরের প্রক্রিয়া চলছে। মুক্তিযুদ্ধের চেতনার গান গেয়ে প্রতিনিয়ত বর্তমান সরকার মুক্তিযুদ্ধকে অপমান করে চলছে। কথা ছিলো শিক্ষা প্রতিষ্ঠান হবে মানুষ গড়ার কারখানা অথচ, আমাদের স্কুল— কলেজ— বিশ্ববিদ্যালয়গুলো হয়ে উঠেছে সন্ত্রাস তৈরির কারখানা।
ক্ষমতার মদদে নারায়ণগঞ্জ শহরের তোলারাম কলেজকে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের টর্চার সেলে রুপান্তর করা হয়েছে।
এই যে ধ্বংসের শিক্ষা চলছে সেই শিক্ষার পালটা শিক্ষা অর্থাৎ রক্ষার শিক্ষা অর্জন করা। মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা, প্রকৃতি হক রক্ষা করাই আজকের ছাত্রদের প্রধান কর্তব্য।
সভাপতি ফারহানা মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহার সঞ্চালনায় আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ছাত্রনেতা মশিউর রহমান রিচার্ড। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা এবং শাখা কমিটির অন্যান্য কর্মী-সংগঠক-সদস্যরা।