শুধু বিদ্যাপাঠের মধ্যে নয় সুশিক্ষিত হয়ে আদর্শ নাগরিক হতে হবে: এমপি খোকা
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তোমরা তোমাদের ভালোবাসো। তোমারা তোমাদের ভালবাসতে পারলে সুশিক্ষিত নাগরিক গড়ে উঠতে পারবে। আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।
বুধবার (১৫ মার্চ) বিকেলে দেওভোগ বিদ্যানিকেতন হাইস্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লিয়াকত হোসেন খোকা বলেন, জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার স্বপ্ন পূরণ করবে তোমরাই। তোমাদের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে নিজেকে। তোমরা শুধু বিদ্যাপাঠের মধ্যে নয় সুশিক্ষিত হতে হবে। আদর্শ নাগরিক হতে হবে। এদেশের নেতৃত্ব দিতে হবে।
অনুষ্ঠানে বিদ্যানিকেতন হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি কাশেম হুমায়ুনের সভাপত্ত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।
বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। সম্মানিত অতিথি ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।