সকল নির্বাচনে আওয়ামী লীগ জোর করে নির্বাচিত হচ্ছে: সেন্টু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে জনসমাবেশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশ। শনিবার (১৮ মার্চ) বিকেলে নগরীর মন্ডলপাড়া পুল এলাকায় ওই জনসভা করা হয়।

এর আগে, বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলে আসতে থাকেন।

এসময় মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যন আতাউর রহমান মুকুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক এমএইচ মামুন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী নুরুউদ্দিন আহম্মেদ, হাজী ফারুক হোসেন, মনিরুজ্জামান মনির, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, মহানগর বিএনপি নেতা এ্যাড. বিল্লাল হোসেন, এ্যাড. মোস্তাক আহম্মেদ, মেজবাহ উদ্দিন স্বপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় আব্দুস সবুর খান সেন্টু বলেন, আজ বাংলাদেশের লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করছে এই সরকারে এমপি-মন্ত্রীরা। আজ জাতীয়, জেলা বা ইউনিয়ন পর্যায়ে কোথাও কোন নির্বাচন হচ্ছে না। সকল নির্বাচনে আওয়ামী লীগ জোর করে নির্বাচিত হচ্ছে। ২০১৮ সালে নিশি রাতে জাতীয় সংসদের সদস্যরা নির্বাচিত হয়েছিলো। ২০১৪ সালে ১৫১ জনকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত করেছিলো। তাই আসুন, এই সরকারের পতন ঘটাতে হবে। বাংলাদেশের কোটি কোটি জনতাকে রাজপথ অবরুদ্ধ করে রাখতে হবে। এই আবরুদ্ধ আগামীতে আমাদের সংগ্রামের সিপাহিসালার হবে তারেক রহমান। আর এই নারায়ণগঞ্জে আমাদের নেতৃতৃ্ব দিবেন আতাউর রহমান মুকুল।

তিনি আরও বলেন, বিএনপির নেতা-কর্মীদের আহ্বান জানবো যে, আসুন; আগামীতে আবারো একটি গণবিপ্লব করি। যে বিপ্লবে আমরা শরিক হয়েছিলাম ১৯৯০ সালে। আমাদের অধিকার প্রতিষ্টিত করার জন্য, সাংবাদিকদের লেখনির অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য; সকলকে বৃহত্তর আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button