ইপিআই টিকাদান কার্যক্রম নিয়ে ১৫নং ওয়ার্ডে কমিউনিটি গ্রুপ মিটিং

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কার্যক্রম শক্তিশালী করতে ১৫নং ওয়ার্ডের কমিউনিটি ডায়ালগ, গ্রুপ মিটিং, পরিকল্পনা কর্মশালা হয়েছে। রবিবার (১৯ মার্চ) ওই অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন, আলো ক্লিনিকের ম্যানেজার জনাব বদরুজ্জামান, ১৫নং ওয়ার্ড সচিব মো. আবুল কালাম, ইপিআই সুপারভাইজার, এনজিও কর্মী, টিকাদানকারী, ডাব্লিউএলসিসি’র সদস্যবৃন্দ, স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মশালায় অসিত বরন বিশ্বাস বলেন- ১৫নং ওয়ার্ড পর্যায়ে ৯টি স্যাটেলাইট ও ৩টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে ইপিআই কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন সংগঠনগুলোকে এ কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে পারলে সর্বোচ্চ সাফল্য অর্জন করা সম্ভব। সভায় উপস্থিত স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নাগরিক দায়িত্ব হিসেবে এ কার্যক্রমকে সহযোগীতা করার জন্য আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button