‘সামরিক প্রশিক্ষণ দিয়ে রোহিঙ্গাদের দেশে পাঠানো হবে’-মেজর (অব.) হাফিজ

বিএনপি ক্ষমতায় এলে সামরিক প্রশিক্ষণ দিয়ে রোহিঙ্গাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে— এমনটিই ইঙ্গিত দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার (২০ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। ‘রোহিঙ্গা প্রত্যাবাসন’ শীর্ষক এ আলোচনা সভা আয়োজন করে ‘রোহিঙ্গা প্রত্যাবাসন জাতীয় কমিটি’।

হাফিজ উদ্দিন আহমদ বলেন ‘জাতিসংঘের রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে কথা উঠলে সেখানে চীনসহ ভারত এবং রাশিয়া মিয়ানমারের পক্ষ অবলম্বন করায় বাংলাদেশ এই সংকট সমাধান করতে পারছে না। বর্তমান শাসকগোষ্ঠীর পার্শ্ববর্তী দেশ প্রীতির কারণেই এমনটি হচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ আজ বন্ধুশূন্য একটি দেশ। রোহিঙ্গা ইস্যুতে পৃথিবীর দুয়েকটি মুসলিম রাষ্ট্র ছাড়া কেউ সরাসরি বাংলাদেশকে সমর্থন করেনি। সেই দু একটি রাষ্ট্রও তেমন ক্ষমতাধর নয়।’

হাফিজ উদ্দিন বলেন, ‘ভারতের সীমান্তে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়নি। সব রোহিঙ্গা আমাদের ওপর চাপানো হয়েছে। আর এই সরকার (আওয়ামী লীগ) বলছে ভারত না চাইতেই আমরা সব দিয়েছি। এই সরকার যা কিছু করছে, তা প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করার জন্য।’

‘আমরা এখনও স্বাধীন নই। যে দেশে গণতন্ত্র থাকে না, ভোটাধিকার থাকে না। সে দেশকে স্বাধীন বলা যায় না। গণতন্ত্রহীন দেশে শাসকদের কাছে জনকল্যাণমূলক ও দেশের স্বার্থে কোনো কিছু আশা করা যায় না’— বলেন হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বারবার বলা হচ্ছে জনগণের অধিকার ফিরিয়ে দিন। কিন্তু তারা ভ্রূক্ষেপ করছে না । বরং আবার একদলীয় শাসন কায়েম করতে চাচ্ছে।’

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘২০২৩ সালে আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে। আর এই যুদ্ধের নেতৃত্ব দেবেন বিএনপি। এ যুদ্ধের মাধ্যমে গণতন্ত্র মুক্ত করা হবে। আমরা যে বীরের জাতি তা আবার প্রমাণ করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button