বন্দরে ৫২কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪

বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। এসময় তিন কিশোরসহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার র‌্যাব-১১ এর সহকারী পরিচালক (এএসপি) নিশাত তাবাসসুম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ বেলাল হোসেন (৫০), মোঃ ইমাম হোসেন (১৬), আব্দুল্লাহ আল মাসুদ (১৬) ও মোঃ হাবিবুর রহমান (১৫)।

র‌্যাব জানায়, ২০ মার্চ গ্রেফতারকৃত আসামী ও আইনের সাথে সংঘাতে জড়িত শিশুদেরকে কুমিল্লা হতে ঢাকাগামী জোনাকী পরিবহন নামক বাসে তল্লাশি করে যাত্রীবেশে মাদকদ্রব্য গাঁজা বহনের সময় হাতে-নাতে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশুদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *