ফুলের কাঁটা – তাহমিদুল ইসলাম তামিম

যখন ফুল ঝরেছিলো এটি তখনের কথা।
তোমার আগমনে মনের ডালে ফুল ফুটেছিলো।
গাছে ফুল ধরার আগেই দিয়ে গেলে ব্যথা,
যে ব্যথায় মনের গাছ প্রাণ হারিয়েছিলো।

মাঝেমাঝে জীবনে আখিরাতের সময় চলে নাকি?
শীত থেকে বসন্ত তোমার কাছে বহুদিন,
আমার কাছে যেন মোমবাতি বিলীন।
গণনায় ভুল ছিলো তা বুঝতে রইলো বাকি।

সিদ্ধিপোড়া গন্ধে তোমার মিথ্যা চিঠির গন্ধ মিশ্রিত।
তাও আলাদা করতে পারছি তোমার মিথ্যা বক্তব্য।
তোমার হাতের লেখায় আমার হৃদয় যেন গলিত,
আমার মন তা স্নিগ্ধ বললেও আদতে অশ্রাব্য।

গাছের যত্ন না করলে বীজ রোপন করলে কেন?
পানি না দিয়ে ফেলে রাখা কে হত্যা বলে।
আর কোন চারার দায়িত্ব নিও না যেন
তোমাকে কেউ হত্যাকারী না পারে বলতে।

অবাক হচ্ছো? তোমার মঙ্গল কামনা করছি কেন?
কারণ আমি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ।
পালিয়ে যাচ্ছো? যতদুর পালাও, বিবেক যেন
না দমাতে পারে তোমার ছিদ্র হওয়া ফানুস৷
আমি দেখতে চাই এই ফানুসের যাত্রা কতদুর।
অট্টহাসিটা যে দিবোনা তা না,
উপহাসে তুমি যাবে কার পরাণপুর?
যাও পরানপুর, দেখো স্বর্গীয় বীজ বোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *