বাংলাদেশ
সোনারগাঁয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ও লেন্স প্রতিস্থাপন অনুষ্ঠিত
সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ও লেন্স প্রতিস্থাপন-২০২৩ইং অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভূঁইয়া ফাউন্ডেশন সোনারগাঁ কর্তৃক আয়োজিত ১৬তম সম্পূর্ণ বিনামুল্যে চক্ষু চিকিৎসা ও লেন্স প্রতিস্থাপন-২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ ২০২৩ইং মঙ্গলবার সকাল ৮ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বারদী ইউনিয়নের গোয়ালপাড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে জনসাধারণের চিকিৎসা সেবা দেওয়ার জন্য এ কার্যক্রম চালু করা হয়।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড : সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার) পুলিশ সুপার নারায়ণগঞ্জ ।
উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, কর্নেল তানভীর মাহমুদ পাশা অধিনায়ক, র্যাব-১১ নারায়ণগঞ্জ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রেজওয়ান-উল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ বিল্লাল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার, (বি সার্কেল ) নারায়ণগঞ্জ। মাহাবুব আলম অফিসার ইনচার্জ, সোনারগাঁ থানা।
আল-হাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সিনিয়র সহ-সভাপতি সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান পিরোজপুর ইউপি।
এসময় চিকিৎসা নেওয়ার জন্য উপস্থিত ছিলেন, এলাকার শতশত রুগি ও জনসাধারণ এবং সংবাদকর্মীরা।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন, মোঃ মাহাবুবুর রহমান বাবুল চেয়ারম্যান বারদী ইউপি।