নারায়ণগঞ্জে সাংবাদিকদের নিয়ে সরকারি ক্রয় ও ই-জিপি বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম
নারায়ণগঞ্জে সাংবাদিকদের নিয়ে সরকারি ক্রয় ও ই-জিপি বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছে।
সেখানে সরকারি ক্রয়, সরকারি ক্রয় সংস্কার এবং এর ডিজিটাইজিং সম্পর্কিত ধারণা দেওয়া হয়।
বুধবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শুরু হয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম। চলে দুপুর ১টা পর্যন্ত।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ও সিপিটিইউ’র পরিচালক মো. মাহফুজার রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিসিপির মিডিয়া স্পেশালিষ্ট গোলাম শাহনী, সিটিজেন পোর্টালের উপস্থাপনা করেন ডিনেট টেকনোলজি ও ইনোভেশন্স এর প্রধান আন্দালিব হক ও প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আব্দুস সালাম।