বাংলাদেশ
মাহে রমজান উপলক্ষে ৮০০ পরিবারের মাঝে মাংস বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও নিম্নবিত্তদের মাঝে ভর্তূকী মূল্য গরুর মাংস বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ৮০০ পরিবারের মাঝে মাংস বিতরণ করেন রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির সভাপতি দিদার খন্দকার ।
দিদার খন্দকার বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব ও মেহনতি মানুষ যাতে গরুর মাংস খেতে পারে এজন্য তার এমন উদ্যোগ। তিনি বলেন, পবিত্র রমজান আসলেই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির জন্য দেশে বিভিন্ন সিন্ডিকেট তৈরি হয়। এতে করে ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম।
তিনি আরো জানান, আগামী ২৯ রমজানে আরো এক হাজার পরিবারের মাঝে মাংস বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।